ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ফারজানা-নাহিদার ইতিহাস

|

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে দেশের মাটিতে প্রথম ওয়ানডে জয়। নাটকীয়ভাবে ড্র হয়েছে সিরিজটাও। লাল সবুজের জার্সি গায়ে নারী ক্রিকেটাররা যে আছেন দারুণ ছন্দে। শেষ ওয়ানডেতে দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির পথে ইতিহাস গড়েছিলেন ফারজানা হক।

এবার র‍্যাঙ্কিংয়েও ইতিহাস গড়লেন এই টাইগ্রেস তারকা। সদ্য ঘোষিত আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ ওপরে উঠে এসেছেন ফারজানা। ৫৬৫ রেটিং পয়েন্টস নিয়ে ১৯ নম্বরে অবস্থান করছেন এই ওপেনার। বাংলাদেশের প্রথম নারী ব্যাটার হিসেবে জায়গা করে নিয়েছেন সেরা বিশে। ভারতের বিপক্ষে তিন ম্যাচে ৬০.৩৩ গড়ে ১৮১ রান করেন ফারজানা। এর আগের রেকর্ডটি ছিল রুমানা আহমেদের। ২০১৭ সালে ২৫তম স্থানে উঠে এসেছিলেন এই ডানহাতি ব্যাটার।

ছবি: সংগৃহীত

ইতিহাস গড়েছেন নাহিদা আক্তারও। ২৪ থেকে ৫ ধাপ এগিয়ে বোলিং র‍্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি স্পিনার। দেশের নারী ক্রিকেটের ইতিহাসে এটি এখন পর্যন্ত সেরা র‍্যাঙ্কিং। এর আগে গেলো বছর ডিসেম্বরে বোলিংয়ে ২০ তম স্থানে নাম লিখিয়েছিলেন সালমা খাতুন।

এছাড়া বোলিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সুলতানা খাতুন ও রাবেয়া খানের। ২১ ধাপ এগিয়ে ৫৭ তে অবস্থান করছেন সুলতানা ও লম্বা লাফে ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে অবস্থান করছেন রাবেয়া খান।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply