
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। নিহতের নাম আলমগীর সিকদার। তিনি উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের আক্কাস সিকদারের ছেলে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশী গ্রামের মোমিন মার্কেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বেলজানি গ্রামের রড সিমেন্ট ব্যবসায়ী আলমগীর সিকদার তার স্ত্রীকে নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন। এ সময় সোতাশী নামক স্থানে পৌঁছালে ফরিদপুর থেকে বোয়ালমারীর উদ্দেশে ছেড়ে আসা তামিম এন্টারপ্রাইজ নামের দ্রুতগামী একটি বেপরোয়া বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আলমগীর। গুরুতর আহত হন তার স্ত্রী।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।
এসজেড/



Leave a reply