ঘুমন্ত স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্ত্রীকে হত্যার দায়ে মমিনুল ইসলাম (৬৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে মামলার শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক মোতাহারা আখতার ভূঁইয়া এ রায় দেয়। একই সাথে দণ্ডপ্রাপ্তকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরে কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষার সময় আসামী মমিনুল আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ এপ্রিল রাতে সিরাজদিখান উপজেলার পশ্চিম পাউসার গ্রামে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী শাহানাজ পারভীনকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করেন মমিনুল। এ ঘটনায় নিহতের ভাই মো. সুলতান ব্যাপারী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৯ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সরকার পক্ষের কৌশলী অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী বলেন, আসামি তার স্ত্রীকে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়, যাতে কেউ চিকিৎসা করাতে না পারে। এ মামলায় নিহতের ২ ছেলে-মেয়েসহ মোট ১৬ জন আদালতে স্বাক্ষী দিয়েছে। এছাড়া আসামি নিজেই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

এ ব্যাপারে মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. উদ্দিন জানান, আসামিকে আজ (মঙ্গলবার) পুলিশ হেফাজত থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply