Site icon Jamuna Television

আটালান্টার বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি!

ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামির জার্সিতে বুধবার(২৬ জুলাই) লিগ কাপে আটালান্টা ইউনাইটেডের বিরুদ্ধে শুরুর একাদশেই মাঠে নামতে পারেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি, এমনটাই জানিয়েছেন মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো। এছাড়া এই ম্যাচ থেকেই অফিসিয়ালভাবেই মায়ামির অধিনায়কের দায়িত্বভার পাচ্ছেন বিশ্বকাপজয়ী মহাতারকা মেসি।

মায়ামির কোচ মার্টিনো প্রথম ম্যাচ হিসেবে মেসি ও তার সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুস্কেটসকে কিছুটা সময় দিয়েছিলেন। দু’জনই বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। কিন্তু উভয় খেলোয়াড়ই নিজেদের নামের প্রতি যথেষ্ঠ সুবিচার করেছেন। এ কারণে আগামীকাল এই দুজনকেই মূল দলে টেনে আনার আভাস দিয়েছেন মার্টিনো।

এ সম্পর্কে বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক এই কোচ বলেন, এটা নিশ্চিত যে লিও ও বুসকেটস আরো বেশি সময় মাঠে থাকবে। এমনও হতে পারে শুরু থেকেই তারা মাঠে থাকবে। এতে করে ম্যাচের আবহ পরিবর্তন হবে, অন্যরাও তাদের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাবে। কিন্তু আমরা সবাই জানি মেসি যে ম্যাচে শুরু করেছেন পুরো ৯০ মিনিটই তিনি মাঠে থেকেছেন। আসলে সবকিছুই নির্ভর করছে তারা দু’জন কেমন অনুভব করছে তার ওপর। মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে তারা কাল মাঠে নামবেন।

এর আগে গত শুক্রবার মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির ২-১ গোলের নাটকীয় জয়ের ম্যাচটিতে ৫৪ মিনিটে বদলী হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে মাঠে নেমেই চমক দেখিয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি অর জয়ী মহাতারকা। ম্যাচের যোগ করা সময়ে মেসির ফ্রি-কিকে মায়ামির জয় নিশ্চিত হয়। তার আগ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল।

/আরআইএম

Exit mobile version