খালেদা জিয়ার নাইকো মামলার শুনানিতে উঠলো ভিসানীতি প্রসঙ্গ

|

ফাইল ছবি

শেখ মহিউদ্দিন মধু:

নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার (২৫ জুলাই) চলছিল বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানি। সেখানে উঠে আসে ভিসানীতি প্রসঙ্গ।

বেগম জিয়ার আইনজীবী সাবেক অ্যার্টনি জেনারেল এ জে মোহাম্মদ আলী শুনানি করছিলেন। বিচারপতিদের উদ্দেশে মোহাম্মদ আলী বলেন, হাইকোর্টে মামলা শুনানির অপেক্ষায় থাকা অবস্থায় বিচারিক আদালত বিচারকাজ পরিচালনা করছে। বারবার বিষয়টি অবহিত করার পরও আমলেই নিচ্ছেন না। অধস্তন আদালতের বিচারক এক্ষেত্রে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন।

পাল্টা জবাবে দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টে মামলার ওপর কোনো স্থগিতাদেশ নেই। যেহেতু স্থগিতাদেশ নেই সেহেতু কার্যতালিকা আছে, বিচারাধীন আছে এসব বললে বিচারকাজ থেমে থাকবে না।

শুনানির এক পর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, পৃথিবীর অনেক দেশেই ভিসানীতি দিয়েছে যুক্তরাষ্ট্র।এর মধ্যে বাংলাদেশ ছাড়া কোনো দেশেরই বিচারবিভাগকে ভিসানীতিতে সম্পৃক্ত করেনি। আমাদের বিষয়টি মাথায় রাখতে হবে।

পরে, খালেদা জিয়ার আবেদনে নাইকো মামলার শুনানি ৯ আগস্ট পর্যন্ত মূলতবি করেন হাইকোর্ট।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply