যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

|

নিহত মোহাম্মদ আবুল হাশিম। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আবুল হাশিম (৪২) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে দেশটিতে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত হলেন।

স্থানীয় সময় রোববার (২৩ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের কাছে কাসা গ্রান্দে এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বাংলাদেশি আবুল হাশিম কাসা গ্রান্দে শহরের সানল্যান্ড জিন রোড এবং ওয়েস্ট কংকোর্ডিয়া ড্রাইভের সানলাইট মার্কেটে একটি মুদি দোকানের মালিক ছিলেন। দুর্বৃত্তরা ঘটনার দিন ডাকাতির উদ্দেশে দোকানে ঢুকে তাকে গুলি করে।

সংবাদ পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে মেঝেতে হাশিমের নিথর দেহ পায়। ঘটনার ঘণ্টা তিনেকের মধ্যে ঘাতক হিসেবে সন্দেহভাজন এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, নিহত আবুল হাশিম স্ত্রীসহ তাদের ছয় বছরের এক ছেলে ও দুই বছরের এক মেয়েকে নিয়ে অ্যারিজোনায় বসবাস করতেন। তিনি ও তার সাত ভাই-বোনের সবাই একই শহরে বাস করেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

প্রসঙ্গত, এর আগে গত ১৮ জুলাই দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনে গুলিতে মারা যান ইয়াজউদ্দিন আহম্মদ (২৩) নামে আরেক বাংলাদেশি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply