Site icon Jamuna Television

ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপু আর নেই

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও আর্চারি ফেডারেশনের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম টিপু মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল তিনটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ক্রীড়া সংগঠক। মৃত্যুকালে টিপুর বয়স হয়েছিল ৬২ বছর। তার আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। সোমবার (২৪ জুলাই) সকালে হঠাৎ অচেতন হয়ে পড়েন টিপু। এরপর হাসপাতালে নেয়ার পর সিটি স্ক্যান করানো হলে ভালো আসেনি রিপোর্ট।

সংকটাপন্ন হওয়ায় তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। কিন্তু মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে না ফেরার দেশে চলে যান এই সংগঠক। সত্তর দশক থেকে টেবিল টেনিসের সঙ্গে যুক্ত টিপু। বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গেমসে তিনি অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি।

/আরআইএম

Exit mobile version