Site icon Jamuna Television

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আলম শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভিন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় মূল আসামি আলম শেখ আদালতে হাজির ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৩ মে পারিবারিক কলহের জেরে কালুখালী উপজেলার চাদমৃগী গ্রামে নিজের স্ত্রী সুফিয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার স্বামী আলম শেখ। পরে আলম শেখ পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন নিহতের ভাই আব্দুল হামিদ মণ্ডল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, এ মামলার দীর্ঘ শুনানি শেষে আজ আদালত রায় প্রদান ক‌রে‌ছেন। এ রায়ে তারা সন্তুষ্ট।

এএআর/

Exit mobile version