Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড ১৬ জনের মৃত্যু

ফাইল ছবি।

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মারা গেছেন ১৪ জন এবং ঢাকার বাইরে ২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২০১ জনের এবং মোট আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৬৮৮ জন।

বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৭ হাজার ৯২৭ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪১৮ জন। এর মাঝে ১ হাজার ১৬২ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের বাসিন্দা ১ হাজার ২৫৬ জন। ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রায় অর্ধেকেরই বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে।

এএআর/

Exit mobile version