Site icon Jamuna Television

নতুন ধামাকা নিয়ে আসছেন হিমেল আশরাফ

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

নিজের দ্বিতীয় সিনেমা ‘প্রিয়তমা’ দিয়ে বাজিমাত করেছেন নাট্যনির্মাতা হিমেল আশরাফ। আর দ্বিতীয় সিনেমাতেই এই নির্মাতা পেয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে। এরমাঝেই নিজের তৃতীয় সিনেমার ঘোষণা দিলেন পরিচালক হিমেল আশরাফ।

গতকাল সোমবার (২৪ জুন) ফেসবুকে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

জানা গেছে, হিমেলের নতুন এ সিনেমার নাম হতে যাচ্ছে ‘রাজকুমার’। নির্মাণের পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও লিখছেন হিমেল নিজেই। তবে আসন্ন এ সিনেমার প্রধান দুই চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনই বলতে চাননি তিনি।

প্রসঙ্গত, হিমেল আশরাফের প্রথম সিনেমার নাম ‘সুলতানা বিবিয়ানা (২০১৭)।

/এসএইচ

Exit mobile version