ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুলি বেগমের ছেলে মানিক মিয়াকে (২২) হেরোইনসহ আটক করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে ভাঙ্গা উপজেলার মানিকদাহ এলাকায় অভিযান চালিয়ে ২০ পুরিয়া হেরোইনসহ তাকে আটক করে।
এ ব্যাপারে ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে মানিকদাহ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২০ পুরিয়া হেরোইনসহ মানিক নামের এক যুবককে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত হেরোইনের দাম আনুমানিক দশ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ শেষে রাতে ভাঙ্গা থানায় সোপর্দ করা হবে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
এএআর/

