দিয়াবাতে খেলতে চায়, বাফুফেও তাকে বাংলাদেশ দলে নিতে ইচ্ছুক

|

ছবি: সংগৃহীত

এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নাম আসতে যাচ্ছে সোলেমান দিয়াবাতের। সোলেমানের আগ্রহকে বেশ ইতিবাচকভাবে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ নকিব। এখন শুধু নাগরিকত্ব আর কাগজপত্রের হিসেব মিলে গেলেই লাল-সবুজ জার্সিতে দেখা মিলতে পারে সোলেমান দিয়াবাতের।

বেশ কিছুদিন আগেই বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন দিয়াবাতে। সেটি এবার আলোর মুখ দেখতে যাচ্ছে। তবে এই ক্ষেত্রে আছে কিছু যদি কিন্তু। মালির নাগরিকত্ব ছাড়বেনতো দিয়াবাতে? তার পরিবারই বা কী বলবে? এ সবকিছুই খোলাসা হবে দিয়াবাতের মালি থেকে ঘুরে আসার পর।

সোলেমান দিয়াবাতে বলেন, বাফুফে আমার সাথে কথা বলেছে। কিন্তু আমাদের কি কথা হয়েছে সেটা বলা সম্ভব না। আশা করছি শীঘ্রই শুভ সংবাদ আসবে। বাংলাদেশের হয়ে খেলতে পারলে আমি অনেক খুশি হবো।

দিয়াবাতে জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ দেখানোর পরপরই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে বাফুফে। এরই মধ্যে বাফুফের সাথে মিটিং হয়েছে এই মালি ফুটবলারের। সাথে ছিলেন মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ নকিব।

সদ্য শেষ হওয়া মৌসুমেও দ্বিতীয় সর্বোচ্চ ১৬ গোল করেছেন সোলেমান দিয়াবাতে। করিয়েছেন আরও ৫ গোল। বয়সটা বর্তমানে ৩২। যদিও দিয়াবাতের ফিটনেস বলছে অনায়াসে আরও ৪ থেকে ৫ বছর সার্ভিস দিতেই পারেন দলকে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply