তামিমের ইনজুরি নিয়ে ধোঁয়াশা

|

ছবি: সংগৃহীত

ক্যালেন্ডারের পাতায় প্রায় দুই মাস পর শুরু হবে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। স্বভাবতই ক্রিকেট পাড়ায় আলোচনায় থাকার কথা বিশ্বকাপে বাংলাদেশের মূল স্কোয়াড নিয়ে। যদিও সেটি ছাপিয়ে এখনো টক অব দ্য টেবিল তামিম ইকবাল খানের ইনজুরি!

তামিমের ইনজুরির ধোঁয়াশা যেনো কাটছেই না। আয়ারল্যান্ড সিরিজের সময় স্ক্যান করানো হয়েছিল কোমরের। সেই রিপোর্টে সমস্যার ঘরটা খালি থাকায় খেলার জন্য সবুজ সংকেত দেয়া হয় তামিমকে। তবে, দুই মাসের ব্যবধানে ইংল্যান্ডে একই রিপোর্ট দেখার পর লন্ডনের স্পাইন ফিজিশিয়ান টনি হ্যামন্ড নিশ্চিত করেছেন তামিমের মেরুদণ্ডের নিচের দু’টি হাড়ের মাঝের ডিস্কে ক্ষয় ধরেছে।

যদিও কোমড়ের ব্যাথার কারনেই গেলো বিপিএলে তাকে ইনজেকশন দেয়া হয়েছিল। এর অর্থ দাড়ায় ব্যথাটা তার পুরনো। সেটাই ফিরছে বার বার। এখন প্রশ্ন তামিম কি বিশ্বকাপে যেতে পারবেন? তামিমের চোট সমস্যার আপাতত সমাধান দু’টি। যদি অস্ত্রপচার করানো হয় তাহলে অন্তত তিন মাসের জন্য তামিমকে থাকতে হতে পারে মাঠের বাইরে। যদি বিশ্বকাপে খেলতে হয় তবে আপদকালীন সময়ে ব্যাথা কমাতে দিতে হবে ইনজেকশন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, কন্টিনিয়াসলি দুই বছর ধরে যখন যা চাচ্ছে তাকে (তামিম) চিকিৎসার জন্য দেশে-বিদেশে যা, যা বলছে আমরা তাই করেছি। আমরা তো আগে কখনো শুনিনি যে তার অন্য কোনো সমস্যা আছে। এখন সে (তামিম) বলছে, একটা ডাক্তার দেখিয়েছে, সেই ডাক্তার বলেছে ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। যেটা লাগবে, করব আমরা। মানে, আমরা এক পায়ে খাড়া। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার, আমরা করতে রাজি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

তামিমের চোট ইস্যুতে চিকিৎসার তদারকি করতে লন্ডন পাঠানো হয়েছে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীকে। বুধবার আরো একটি এমআরআই করানোর কথা রয়েছে। এরপরই নেয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।

কোমরের চোটের সাথে দীর্ঘদিন ধরেই লড়ছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। ক্রনিক ব্যথা সামলে মাঠে খেলেছেন অনেকবার। অবসর নাটকীয়তা শেষে ফিরে আসার পর তাই তো এখন বড় প্রশ্ন-তামিম কি পারবেন ইনজুরিকে আরো একবার পরাজিত করতে?

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply