Site icon Jamuna Television

রাজধানীর মিরপুরে বিষাক্ত মদ পানে যুবকের মৃত্যু

নিহত সাজ্জাদ হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বন্ধুদের সাথে বিষাক্ত মদ পান করে সাজ্জাদ হোসেন শান্ত নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (২৫ জুলাই) ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শান্তর বন্ধু রিয়াজ জানান, রোববার (২৪ জুলাই) সন্ধ্যার দিকে তিন বন্ধু মিলে বাসায় মদের পার্টি করে। রাত থেকে শান্ত ও আরেক বন্ধু রিপন অসুস্থ হয়ে পড়েন। পরদিন সোমবার শান্ত ও রিপন দুজনই বেশি অসুস্থ হয়ে পড়লে রিপনকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শান্তকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই মেডিসিন বিভাগে ভর্তি অবস্থায় ভোরে মারা যান শান্ত।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

জানা গেছে, মারা যাওয়া শান্ত একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন বিভাগে চাকরি করতেন। বন্ধুদের ধারণা, বিষাক্ত মদপানের কারণে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। এ ঘটনায় এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন রিপন।

এএআর/

Exit mobile version