দু-একটি দেশ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে চায়: প্রধানমন্ত্রী

|

রোমে রিজিওনাল এনভয়'স কনফারেন্সে বক্তব্যরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোহসীন উল হাকিম:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই-একটি দেশ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে চায়; নির্বাচন এলেই তারা ব্যস্ত হয়ে পড়ে। সেই দেশগুলো আগুন সন্ত্রাসীদের মানবাধিকার নিয়ে ব্যস্ত।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে ইতালির রাজধানী রোমে ইউরোপের বিভিন্ন দেশে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত সম্মেলন রিজিওনাল এনভয়’স কনফারেন্সে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, কিছু অপরাধী বিদেশে অবস্থান নিয়ে বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অপপ্রচারকারীরা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছে, অপপ্রচার করছে। এতো টাকা কোথায় পাচ্ছে তারা? একটি দেশ আছে। তারা অগ্নিসন্ত্রাসের আসামিদের মানবাধিকার নিয়ে চিন্তিত। ক্ষমতায় থেকে বিএনপি মানি লন্ডারিং করেছে, সেই টাকা দিয়েই তারা এখন আন্দোলন করছে

তিনি বলেন, দেশে অনেকেই মানবাধিকারের কথা বলেন। করোনা মহামারির সময় দেখেছি যারা বেশি মানবাধিকারের কথা বলেন তারা কেউই কাউকে খাবারের ব্যবস্থা করেনি, সাহায্য করেনি। কিন্তু, আমরা বিনা পয়সায় ভ্যাকসিনের ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, চলছে অপপ্রচার। এসব বিভ্রান্তি দূর করতে সঠিক তথ্য তুলে ধরতে হবে রাষ্ট্রদূতদের।

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচন এগিয়ে এলেই অপতৎপরতা বেড়ে যায়। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশের মানুষ তাদের মেনে নিবে না। এদেশের মানুষ আর আগের অবস্থায় ফিরে যেতে চায় না।

প্রসঙ্গত, এই মুহূর্তে বিশ্ব খাদ্য সংস্থা ও বিশ্ব কৃষি সংস্থার সম্মেলনে যোগ দিতে ইতালি সফরে আ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply