গ্রিসে অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

|

গ্রিসে বিমান বিধ্বস্ত। ছবি: রয়টার্স

দাবানল নিয়ন্ত্রণে যাওয়া গ্রিক বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঐ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই পাইলট। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২৫ জুলাই) গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশন ‘ইআরটি’ বিধ্বস্ত বিমানের ভিডিওচিত্র প্রকাশ করে। বিমান বাহিনী জানায়, সিএল-টুওয়ানফাইভ অগ্নিনির্বাপক বিমানটি দুর্যোগ কবলিত এলাকায় পানি ছড়ানোর জন্য যায়। কিন্তু, ইভিয়া আইল্যান্ডের একটি গাছের সাথে আটকে যায় উড়োযানের পাখা। মুহুর্তেই সেটি ভূপাতিত হয়। ছড়িয়ে পড়ে আগুন।

তারা আরও জানায়, নিহত পাইলটদের বয়স ২৭ ও ৩৪ বছর। তারা মূলত দাবানল নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। নিহত পাইলটদের পরিবারের প্রতি জানান সমবেদনা। গ্রিসে চলমান দাবানলে দগ্ধ হয়েছেন ফায়ার ব্রিগেডের বহু সদস্য। তবে প্রাণহানির ঘটনা এই প্রথম।

প্রসঙ্গত, ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চল। একারণে গ্রিসের একাংশে জারি রয়েছে জরুরি সর্তকতা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply