Site icon Jamuna Television

মধ্য আকাশে মার্কিন বিমানকে আঘাত করলো রুশ ফাইটার জেট

মাঝ আকাশে মার্কিন বিমানকে আঘাত করলো রাশিয়ার ফাইটার জেট। মঙ্গলবার (২৫ জুলাই) এই ঘটনায় একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

বিবৃতিতে জানায়, সিরিয়ার আকাশসীমায় টহল দেয়ার সময় এই সংঘাত ঘটে। ‘এমকিউ-নাইন’ বিমানের খুব কাছাকাছি পৌঁছে যায় একটি রুশ ফাইটার জেট। ড্রোন ছুড়ে মারলে সেটির আগুনের ফুলকিতে ক্ষতিগ্রস্ত হয় প্রোপেলার। অবশ্য, মার্কিন বিমানের আরোহীরা অক্ষত ছিলেন। ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা নিজস্ব ঘাঁটিতে অবতরণ করে।

মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, গেলো কয়েক মাসে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের বিমানকে তাড়া করেছে রুশ ফাইটার জেট। চালিয়েছে হামলা চেষ্টাও। তবে, সাম্প্রতিক সংঘাত ছিল সবচেয়ে ভয়াবহ।

/এমএন

Exit mobile version