উত্তর কোরিয়া সফর করছে রাশিয়ার প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। করোনা মহামারির পর দেশটিতে প্রথমবারের মতো এ ধরনের সফর। খবর রয়টার্সের।
একইদিন, চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও পৌঁছায় পিয়ংইয়ং। দেশটির কমিউনিস্ট পার্টি পলিটব্যুরোর সদস্য লি হংজং দিচ্ছেন নেতৃত্ব। মূলত উত্তর কোরিয়ার ৭০তম বিজয় দিবস উপলক্ষ্যে আমন্ত্রণ করা হয়েছে বিদেশি অতিথিদের।
বৃহস্পতিবার (২৬ জুলাই) মহা আড়ম্বরে উদযাপিত হবে দিনটি। থাকবে অত্যাধুনিক মিসাইল ও পারমাণবিক অস্ত্রসহ নজরকাড়া প্যারেড। তাতে নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রর্দশিত হতে পারে, এমনটা ইঙ্গিত করেছেন বিশ্লেষকরা।
২০২০ সালে করোনা মহামারি ছড়িয়ে পড়লে সীমান্ত বন্ধ করে উত্তর কোরিয়া। এমনকি মিত্র চীন-রাশিয়ার সাথেও স্থগিত ছিল বাণিজ্যিক ও কূটনৈতিক তৎপরতা।
/এমএন
Leave a reply