Site icon Jamuna Television

পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত অন্তত ৩, গুরুতর আহত ২১

পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ জন। মঙ্গলবারের (২৫ জুলাই) এই দুর্ঘটনায় আরও ২১ জন গুরুতর আহত। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। তারা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। খবর রয়টার্সের।

চিকিৎসকদের আশঙ্কা, বাড়তে পারে প্রাণহানি। রাজধানী লিমার কাছেই দুর্ঘটনায় পড়ে দুইটি ভ্যান ও একটি মোটরযান। নিয়ন্ত্রণ হারিয়ে এই সংঘাত ঘটে। মুহুর্তেই ছড়ায় আগুন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান কয়েকজন পথচারী। উপস্থিত মানুষরা এগিয়ে যান দুর্গতদের সহযোগিতায়। তারাই পৌঁছে দেন হাসপাতালে। পরে ট্রাফিক পুলিশের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে স্থানীয় প্রশাসন।

/এমএন

Exit mobile version