খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধার

|

স্টাফ করেসপন্ডেন্ট, খাগড়াছড়ি:

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালে রিচাং ঝর্ণা এলাকা সংলগ্ন জার্মপ্লাজম এলাকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে আশাপাশের জুম চাষীরা জার্মপ্লাজমের ভেতরের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পাশাপাশি দুইটি মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তারা মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের ২ নম্বার ওয়ার্ডের মেম্বার শান্তিময় ত্রিপুরাকে জানান। তাদের কথা শুনে ঘটনাস্থলে যান শান্তিময় ত্রিপুরা। পরবর্তীতে পুলিশকে বিষয়টি জানান তিনি। খবর পেয়ে সকাল সাতটার দিকে ঘটনাস্থলে পৌঁছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply