Site icon Jamuna Television

সাংবাদিক মোস্তাক হোসেন আর নেই

সাংবাদিক মোস্তাক হোসেন আর নেই...

ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি মোস্তাক হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তিনি কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। এর আগে, বৃহস্পতিবার ডায়ালাইসিস করে তিনি বাসায় ফেরেন। শুক্রবার শরীর খারাপ হলে আবারও তাকে জাতীয় কিডনী ইনস্টিটিউটের সিসিইউ-তে ভর্তি করা হয়েছিল।

সাংবাদিক মোস্তাক হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান প্রধানমন্ত্রী।

মোস্তাক হোসেন জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নেরও সদস্য ছিলেন।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version