Site icon Jamuna Television

রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত আরও ৩ জনের মৃত্যু

ফাইল ছবি।

রাজধানীর মুগদা ও ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। যাদের দুজনই মারা যান ডিএনসিসি হাসপাতালে।

বুধবার (২৬ জুলাই) ডিএনসিসি হাসপাতালের পরিচালক লেফটেনেন্ট কর্নেল জহিরুল হোসেন জানান, মৃতরা সবাই দেরিতে হাসপাতালে এসেছিলেন। মাল্টিপল অর্গান ফেইলিওর হয়ে মারা যান তারা। ওই হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন ১৮ বছর বয়সী এক যুবতী। ডিপ কোমায় আছেন তিনি।

ডিএনসিসি হাসপাতালে গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন রোগী ভর্তি হন ১০২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৫ জন। হাসপাতালটিতে এখন মোট ৩২৫ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে।

এদিকে, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে ৬শ’। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৯০ রোগীর চিকিৎসা চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিডফোর্ড ও সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর সংখ্যা ৩শ’ ছাড়িয়ে যাচ্ছে।

/এম ই

Exit mobile version