Site icon Jamuna Television

বাইডেনের পোষা কুকুর এখন হোয়াইট হাউসের আতঙ্ক

কমান্ডারের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউসের আতঙ্কে পরিণত হয়েছে মার্কিন প্রেসিডেন্ড জো বাইডেনের পোষা কুকুর ‘কমান্ডার’। গত চার মাসে অন্তত ১০জনকে কামড়ে আহত করার খবর সৃষ্টি করেছে চাঞ্চল্য। খবর এপির।

কমান্ডারের সাথে জো ও জিল বাইডেন।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সাম্প্রতিক এক রিপোর্টে দেখা গেছে, গত অক্টোবর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত ৪ মাসে অন্তত ১০ জনকে কামড়েছে ২২ মাস বয়সী এ জার্মান শেফার্ড। তার কামড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালেও যেতে হয়েছে সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তাকে।

নিরীহ চেহারার কমান্ডার ৪ মাসে কামড়েছে অন্তত ১০ জনকে!

এ প্রসঙ্গে, ফার্স্ট লেডি জিল বাইডেনের কম্যুনিকেশন্স ডিরেকটর এলিজাবেথ অ্যালেক্সান্ডার জানিয়েছেন, পোষা প্রাণীদের জন্য হোয়াইট হাউসের পরিবেশ মোটেও উপযুক্ত নয়। পরিস্থিতির উন্নতি ঘটাতে কাজ করছেন স্বয়ং প্রেসিডেন্ট বাইডেন ও তার স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন।

এর আগে, আরেক পোষা কুকুর মেজরকে নিয়েও বিপাকে পড়ছিলেন প্রেসিডেন্ট বাইডেন। দু’জনকে কামড়ে দেয়ার পর হোয়াইট হাউস থেকে বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে স্থানান্তর করা হয় সেটিকে।

/এসএইচ

Exit mobile version