Site icon Jamuna Television

নড়াইলে দুই নসিমনের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের গোবরায় দুটি নসিমনের মুখোমুখি সংঘর্ষে সোহেল শেখ (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় নসিমন চালক মাহমুদুল হাসান আহত হয়েছেন।

বুধবার (২৬ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল খুলনার দিঘলিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আহত চালক মাহমুদুল জানান, তার নসিমনে প্রতিবেশি গরু ব্যবসায়ী সোহেল দিঘলিয়া থেকে গাভী নিয়ে নড়াইলের ধোপাখোলা এলাকায় আসছিলেন। পথিমধ্যে গোবরা এলাকায় আসলে আরেকটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সোহেল ঘটনাস্থলেই নিহত হন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

সদর থানার ওসি ওবাইদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এএআর/

Exit mobile version