Site icon Jamuna Television

উৎসব ভাতা বাধ্যতামূলক করে শ্রম আইন ২০১৮’র খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

মালিককে জিম্মি করে ধর্মঘট করতে পারবে না শ্রমিকরা। এমন বিধান রেখে বাংলাদেশ শ্রম আইন ২০১৮ এর খসড়া’র নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে, বেআইনি ধর্মঘট ডাকলে শ্রমিকদের যে শাস্তির ব্যবস্থা ছিল সেটি কমানো হয়েছে। এখনকার আইনে এর জন্য এক বছরের কারাদণ্ডের বিধান ছিল। এখন সেটা ছয় মাস করার প্রস্তাব করা হয়েছে। তবে বেআইনি ধর্মঘট ডাকার জন্য অর্থদণ্ড এখনকার মতোই পাঁচ হাজার টাকা রাখা হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে এই আইনের খসড়ার অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান। খসড়া আইনে উৎসব ভাতা বাধ্যতামূলক এবং দুই ঘণ্টার বেশি ওভারটাইম করা যাবে না, এমন বিধানও রাখা হয়েছে। অর্থাৎ একজন শ্রমিক সর্বোচ্চ ১০ ঘণ্টা কাজ করতে পারবেন।

নতুন আইনে কিশোরদের কারখানায় কাজ করার বিধান রাখা হয়েছে। তবে, শিশুদের কাজ করানো যাবে না। আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে বলা হয়েছে, কোনো ব্যক্তি ঝুঁকিপূর্ণ কাজে অংশ নিতে পারবে না। আইনে হতাহত শ্রমিকের ক্ষতিপূরণ দ্বিগুণ করা হয়েছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version