Site icon Jamuna Television

যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ শুক্রবার

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ তাদের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশের তারিখ ও ভেন্যু পাল্টেছে। বৃহস্পতিবারের (২৭ জুলাই) পরিবর্তে শুক্রবার (২৮ জুলাই) বেলা আড়াইটায় সমাবেশের ডাক দিয়েছেন তারা। আর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের পরিবর্তে ঢাকার শেরে বাংলা নগরস্থ পুরাতন বাণিজ্য মেলা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

পুরাতন বাণিজ্য মেলা মাঠ পরিদর্শন শেষে বুধবার (২৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে এ তথ্য জানান যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

তিনি জানান, জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ ২৭ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে। ওই দিন বাদ জুমা সমাবেশ হবে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এর আগে, বিএনপির মহাসমাবেশও বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার দুপুরে নয়াপল্টনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে এ কথা জানান তিনি। বলেন, অনেক চেষ্টা করেও পুলিশের অবস্থান বদলায়নি। তবে বিএনপি বারবারই শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী।

এএআর/

Exit mobile version