Site icon Jamuna Television

তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের মধ্যস্থতায় মুখোমুখি সংলাপে হামাস-ফাতাহ্

ছবি: সংগৃহীত

প্রায় ১৬ বছর পর মুখোমুখি সংলাপে বসলো হামাস-ফাতাহ্। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কারণে সম্ভব হলো অভাবনীয় এ বৈঠক। দ্য টাইমস অফ ইসরায়েলের খবর।

বুধবার (২৬ জুলাই), রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে ছিল প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক। সেখানেই, হামাস প্রধান ইসমাঈল হানিয়াকে আমন্ত্রণ জানানো হয়। ২০০৭ সালের রাজনৈতিক কোন্দলের পর, কখনোই মতৈক্যে পৌঁছাতে পারেনি হামাস-ফাতাহ্। কারণ- ইসরায়েলের সাথে কোনো ধরনের শান্তি চুক্তিতে যেতে নারাজ স্বাধীনতাকামী সংগঠনটি।

জুলাইয়ের শেষ নাগাদ মিসরে বৈঠকে বসার ব্যাপারে হানিয়া’র সাথে সম্মত হন প্রেসিডেন্ট আব্বাস। সেসময়- অভ্যন্তরীণ টানাপোড়েন মেটানোর পাশাপাশি ইসরায়েলি আগ্রাসন দমন ইস্যুতে তারা বিস্তারিত কথা বলবেন।

/আরআইএম

Exit mobile version