Site icon Jamuna Television

কুমিল্লায় ট্রেনের নিচে পড়ে মা ও শিশুর মৃত্যু

কুৃমিল্লা ব্যুরো:

কুমিল্লায় মেয়েকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে দু’জনেরই মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম সাবিনা আক্তার (৩৩)। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের সরারচর এলাকার মো. শাফি মিয়ার মেয়ে। তবে নিহত শিশুর নাম জানা যায়নি।

রেলওয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় ওই নারী ও তার শিশুকন্যা রেলপথ ধরে যাচ্ছিল। এ সময় শিশুকন্যাটি ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন আসতে দেখে ভয় পেয়ে রাস্তার পাশে পড়ে যায়। তাকে উদ্ধারের চেস্টা চালাতে গিয়ে উভয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা কামাল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে তার পরিচয় নিশ্চিত হয়েছে।

/এএম

Exit mobile version