Site icon Jamuna Television

সংলাপে রাজনৈতিক সমস্যার সমাধান চায় জাতীয় পার্টি

কোনো দলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় না জাতীয় পার্টি। আবার, বর্তমান কমিশনের অধীনেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করতে চায় জাতীয় পার্টি, এ কথা বলেছেন দলের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনে দলের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রেজাউল ইসলাম ভূইয়া বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু আরপিও সংশোধনীতে নির্বাহী বিভাগের কেউ অনিয়ম করলে শাস্তির বিধান রাখা হয়নি। যা কমিশনের ব্যর্থতা প্রমাণ করে। সমাবেশ রাজনৈতিক অধিকার। তাই একইদিনে বড় দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ যেন সহিংস না হয়, সে আহ্বান জানান জাপার অতিরিক্ত মহাসচিব।

/এমএন

Exit mobile version