Site icon Jamuna Television

টাঙ্গাইলে ট্রাক চাপায় স্কুলশিক্ষক নিহত

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে ট্রাক চাপায় প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষকের নাম মো. আমিনুল ইসলাম (৫১)। তিনি বাসাইল উপজেলার জসিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

নিহতের মামাতো ভাই আব্দুল লতিফ মঞ্জু জানান, আমিনুল শহরের সাবালিয়া এলাকায় বসবাস করেন। ভোরে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি জসিহাটি যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ জাহিদ হাসান জানান, ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এএম

Exit mobile version