Site icon Jamuna Television

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ছবি: প্রতীকী

ডিএমসি করেসপন্ডেন্ট, ঢাকা:

রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃদ্ধের বয়স আনুমানিক ৬৫ বছর। তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোররাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অজ্ঞাত ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক বলেন, ভোররাতে মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত বাসের ধাক্কায় এক বৃদ্ধ আহত হয়ে পড়ে আছে, এমন সংবাদ পাই। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ওই বৃদ্ধের নাম পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। কোন বাসের ধাক্কায় তিনি নিহত হয়েছেন, সেটা এখনো জানা যায়নি।

এসএএ/

Exit mobile version