Site icon Jamuna Television

পূর্ব এশিয়ায় টাইফুন ডকসুরির তাণ্ডব, ফিলিপাইনে নিহত অন্তত ৬

পূর্ব এশিয়ার দেশগুলোতে তাণ্ডব চালাচ্ছে টাইফুন ‘ডকসুরি’। এরই মধ্যে, ফিলিপাইনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬ জন। এখনও নিখোঁজ অনেকে। খবর আল জাজিরার।

দুর্যোগের কারণে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে দেশটির এক লাখ ৮০ হাজারের বেশি মানুষ। অবশ্য বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল থেকে কিছুটা গতি হারিয়েছে ডকসুরি। ঘণ্টায় ১৯১ কিলোমিটার বেগে তাইওয়ার উপকূলে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড়টি। দ্বীপের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের খবরও পাওয়া গেছে। নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে ৪ হাজার বাসিন্দাকে।

ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে অভ্যন্তরীন বিমান চলাচল। বেশকিছু আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউলও পরিবর্তন করা হয়েছে। দুুর্গত এলাকায় রেল চলাচল বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন ১৫ হাজার ৭০০ গ্রাহক। শুক্রবার নাগাদ ঘূর্ণিঝড়টি চীনের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

এসজেড/

Exit mobile version