Site icon Jamuna Television

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মারা গেছেন ৫ জন এবং ঢাকার বাইরে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২২৫ জনের। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ১৭৭ জনের এবং সারাদেশে ৪৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭০২ জন।

বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন আট হাজার ৪৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৩৬১ জন। এর মাঝে এক হাজার ১২২ জন ঢাকার বাসিন্দা আর ঢাকার বাইরের বাসিন্দা ১ হাজার ২৩৯ জন। ডেঙ্গু আক্রান্ত রোগীর অধিকাংশের বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে।

এসজেড/

Exit mobile version