নির্বাচনী এলাকার বস্তির সমস্যা নিরসনে ইতোমধ্যে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ঢাকা ১৭ আসনের উপনির্বাচন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জন্য একটি প্রস্তুতিপর্ব ছিল। জনসমর্থনের অভাবে আওয়ামী লীগ কখনও নির্বাচনে হারেনি, কেবলমাত্র চক্রান্তের মাধ্যমেই হারানো হয়েছে।
আওয়ামী লীগ সমর্থিত এ সংসদ সদস্য আরও বলেন, এখনও দেশি-বিদেশি চক্রান্ত চলমান। তবে আওয়ামী লীগ সব দিক থেকেই প্রস্তুত রয়েছে। কোনো চক্রান্তই আমাদের হারাতে পারবে না।
এএআর/

