Site icon Jamuna Television

নবজাতককে হাসপাতালে ফেলে উধাও বাবা-মা!

কুমিল্লায় জন্মের একসপ্তাহ পর নবজাতককে ফেলে হাসপাতাল থেকে উধাও হয়ে গেছেন বাবা-মা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রায় দুই লাখ টাকার বিল পরিশোধ না করে উল্টো অসুস্থ্য শিশুটিকে রেখে সটকে পড়েছে অভিভাবকরা। ঘটনার পর থেকে অভিভাবকের খোঁজে মাঠে নেমেছে পুলিশ।

জানা গেছে, মাত্র সাড়ে ছয় মাসে জন্ম নেয় এই শিশু। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘প্রিম্যাচিউর বেবি’, ওজনও মাত্র ৭শ’ গ্রাম। গত ১৮ আগস্ট জন্ম নেয়া শিশুটির উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো হয় কুমিল্লার মা ও শিশু স্পেশালাইজড হাসপাতালে। ভর্তির সময় শিশুটির বাবা নিজেকে পরিচয় দেন শাহ আলম হিসেবে, আর মায়ের নাম বলেন রোকেয়া বেগম। ঠিকানার ঘরে লেখেন চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা গ্রাম।

সপ্তাহখানেক পর হঠাৎ করে সন্তানকে রেখে পালিয়ে যায় বাবা-মা। নানা শারীরিক সমস্যা নিয়ে অভিভাবকহীন শিশুটি এখন হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। ব্যয়বহুল হলেও হাসপাতাল কর্তৃপক্ষই এখন পর্যন্ত চালিয়ে নিচ্ছে চিকিৎসা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৫ দিনে নবজাতকটির চিকিৎসার পেছনে খরচ হয়েছে ২ লাখ টাকারও বেশি। ভর্তির সময় অভিভাবকরা জমা দেয় মাত্র ৯ হাজার টাকা।

পুলিশ বলছে, অভিভাবককে খুঁজে তাদের হাতে শিশুটিকে তুলে দেয়ার চেষ্টা চলছে।

Exit mobile version