Site icon Jamuna Television

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে যুক্তরাজ্য বিএনপি নেতা মামুন আটক

সিলেট ব্যুরো: যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম মামুনকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় নগরীর ইলাশপুর এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মামুনকে আটকের কথা স্বীকার করেছেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে প্রায় অর্ধশতাধিক সাদা পোষাকে থাকা গোয়েন্দা পুলিশ ইলাশপুরের মামুনের বাড়ি ঘেরাও করে।

এর কিছুক্ষণ পর শহিদুল ইসলাম মামুনকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের দলটি।

তাকে আটকের বিষয়টি স্বীকার করে এসএমপির অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ জানান, শহিদুল ইসলাম মামুন যুক্তরাজ্য বিএনপি নেতা এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি তারেক রহমান এর ঘনিষ্ঠজন। মামুন যুক্তরাজ্যে হাইকমিশনে হামলার অন্যতম পৃষ্ঠপোষক। যুক্তরাজ্যে বসে দেশ বিরোধী নানা ষড়যন্ত্রের সাথে জড়িত বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেসব অভিযোগ খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Exit mobile version