Site icon Jamuna Television

চীনকে কঠোর জবাব দিতে জোরালো সামরিক মহড়া তাইওয়ানে

চীনের আগ্রাসী আচরণ রুখতে জোরালো সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ানের সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর কাছেই সমুদ্রতটে চলে এই পেশিশক্তি প্রদর্শন। খবর বিবিসির।

মূলত, ভূখণ্ডে কীভাবে ট্যাক ও সাঁজোয়া যানের মাধ্যমে শত্রুর আক্রমণ ঠেকাতে হবে, সেটির কলাকৌশল প্রর্দশিত হয় এই সামরিক মহড়ায়। এ সময় কন্ট্রোল রূমে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। তিনি বলেন, সময়ের সাথে তাইওয়ানের চ্যালেঞ্জ বাড়ছে। সেগুলো মোকাবেলায় বৃদ্ধি করা হচ্ছে সক্ষমতা।

এ সময় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স গ্রুপ এবং স্থানীয় নিরাপত্তা বিভাগের যোগ্যতা ঝালাইয়ের ওপরও গুরুত্বারোপ করেন দেশটির প্রেসিডেন্ট।

এসজেড/

Exit mobile version