Site icon Jamuna Television

সমাবেশস্থলে আসতে শুরু করেছেন আ’লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশে যোগ দিতে শুরু করেছেন নেতাকর্মীরা। ধীরে ধীরে কর্মীদের উপস্থিতি ও স্লোগানে পরিপূর্ণ হতে শুরু করেছে সমাবেশস্থল।

শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ শুরু হবে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের। তবে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

এরই মধ্যে শেষ হয়েছে শান্তি সমাবেশের মঞ্চ তৈরিসহ অন্যান্য কাজ। কেন্দ্রীয় নেতারা জানান, রাজধানী ও আশপাশের জেলা থেকে সমাবেশে অংশ নেবেন নেতাকর্মীরা। সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের সিনিয়র নেতারা ও সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য রাখবেন শান্তি সমাবেশে। আজকের সমাবেশ সফল হবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

এসজেড/

Exit mobile version