Site icon Jamuna Television

শান্তি সমাবেশ শুরু, বক্তব্য রাখছেন নেতারা

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। বক্তব্য রাখছেন সংগঠনগুলোর নেতারা।

শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা জানান, রাজধানী ও আশপাশের জেলা থেকে সমাবেশে অংশ নিচ্ছে নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য রাখবেন শান্তি সমাবেশে। সব শঙ্কা পেছনে ফেলে আজকের সমাবেশ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।

আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

/এম ই

Exit mobile version