Site icon Jamuna Television

চট্টগ্রামে জামায়াতের ঝটিকা মিছিল; পুলিশসহ কয়েকজন আহত

চট্টগ্রামে জামায়াত শিবিরের ঝটিকা মিছিলে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জামায়াত শিবিরের নেতাকর্মীদের হামলায় পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলা থেকে পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয়।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে নগরীর চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত শিবিরের ১০/১২ জন নেতাকর্মীকে আটক করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি জসিম উদ্দিন জানান, জুম্মার নামাজ শেষে জামায়াত শিবির একটি মিছিল বের করলে জনগণের জানমাল রক্ষার্থে পুলিশ তাদের বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশসহ কয়েকজন পথচারী আহত হন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

/এম ই

Exit mobile version