Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ফাইল ছবি।

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মারা গেছেন ২ জন এবং ঢাকার বাইরে ২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২২৯ জনের এবং মোট আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২০৫ জন।

বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৮ হাজার ৬৭৬ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০৩ জন। এর মাঝে ৯০৭ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের বাসিন্দা ৫৯৬ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ১২৯০ জন। এদের মধ্যে ঢাকার ৮৪৪ এবং ঢাকার বাইরের ৪৪৬ জন।

এএআর/

Exit mobile version