Site icon Jamuna Television

কেরাণীগঞ্জে র‍্যাবের হাতে গ্রেফতার তিন ‘ভুয়া পুলিশ’

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার কেরাণীগঞ্জে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন দ্বীন ইসলাম, মো. ইমন ও মো. মেহেদী হাসান।

শুক্রবার (২৮ জুলাই) রাতে র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই দিবাগত রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল প্রকল্প এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ জোড়া হ্যান্ডকাফ, ৩টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পুলিশ পরিচয়ে প্রতারণাকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরেই দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিজেদেরকে পুলিশের বিভিন্ন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে গ্রেফতারসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে মোটা অংকের অর্থ আত্মসাৎ করে আসছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এসজেড/

Exit mobile version