Site icon Jamuna Television

আ. লীগের কর্মসূচি স্থগিত, থাকবে ‘সতর্ক পাহারা’

ফাইল ছবি

ঢাকার সব প্রবেশমুখে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন।

শুক্রবার (২৮ জুলাই) রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে আওয়ামী লীগ। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে শনিবার (২৯ জুলাই) ওয়ার্ড কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে থাকবেন নেতাকর্মীরা।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। পাল্টা কর্মসূচি হিসেবে রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী, শনির আখড়া, কাঁচপুর ব্রিজ, সাইনবোর্ড, ধোলাইপাড়, বাবুবাজার, আমিনবাজার- রাজধানীর এ ৯ পয়েন্টে যুবলীগের পক্ষ থেকে শান্তি সমাবেশ করার কথা ছিল।

আরও পড়ুন: শনিবার কোনো রাজনৈতিক দলকেই কর্মসূচি পালনের অনুমতি দেয়া হয়নি: ডিএমপি

/এম ই

Exit mobile version