ভোলা প্রতিনিধি:
ভোলায় কাভার্ড ভ্যানের চাপায় মো. সবুজ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট এলাকার আব্দুল হকের ছেলে ও এসিআই কোম্পানিতে ভোলা সদরে কর্মরত ছিলেন।
শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ভোলা সদরের মাদরাসা বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদরাসার বাজার এলাকা থেকে ভোলার বাস স্ট্যান্ড এলাকায় যাচ্ছিলেন সবুজ। ওই সময় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় কাভার্ড ভ্যানটি ফেলে রেখে চালক পালিয়ে যায়।
ভোলা মডেল থানার ওসি শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ভোলা মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। ঘাতক কাভার ভ্যানটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।
এএআর/

