Site icon Jamuna Television

সেপ্টেম্বরকে ‘ট্রাফিক সচেতনতা মাস’ ঘোষণাা

চলতি সেপ্টেম্বরকে ট্রাফিক সচেতনতা মাস হিসেবে ঘোষণাা করেছে ডিএমপি। আজ মঙ্গলবার সকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, সারাদেশে সড়ক পরিবহনে শৃংখলা ফেরাতে আইনগত প্রচেষ্টা অব্যাহত আছে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পর পুলিশ আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনা নিয়ে কাজ করছে। শৃংখলা না ফেরার কারণ হিসেবে বেশিরভাগ মানুষের আইন না মানার প্রবণতাকে দায়ী করেছেন তিনি।

আসাদুজ্জামান মিয়া বলেন, এ মাসে বিশেষ ট্রাফিক কার্যক্রম চলবে। সকলকে আইন মানতে উদ্বুদ্ধ করা। প্রতি বেলায় নিয়ম করে ৩২২ জন রোভার স্কাউট সদস্য রাজধানীর বিভিন্ন স্পটে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, সড়কের তুলনায় যানবাহন বেশি হওয়ায় এবং বিভিন্ন স্থানে বড় বড় প্রকল্পের কাজের কারণে যানজট হচ্ছে।

ডিএমপি কমিশনার জানান, গত মাসে ট্রাফিক সপ্তাহে ৮৮ হাজার মামলা হয়েছে। এতে জরিমানার পরিমাণ ৫ কোটি টাকার বেশি।

তিনি বলেন, সড়কের শৃংখলা ফেরানোর বিষয়টি সামাজিক আন্দোলনে পরিণত করতে কাজ করা হচ্ছে। হেলমেট না থাকলে কোন বাইকের কাছে তেল বিক্রি করা হবে না।

রাজধানীর জাহাঙ্গীর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কে মডেল ট্রাফিক সিসটেম চালু করা হবে বলেও জানা ডিএমপি কমিশনার।

Exit mobile version