Site icon Jamuna Television

নিজেকে নাইজারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ঘোষণা জেনারেল তাচিয়ানির

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

এবার নিজেকে নাইজারের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেছেন সম্প্রতি দেশটিতে সংঘটিত সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া জেনারেল আবদোরাহমানে তাচিয়ানি। তবে ঠিক কবে নাগাদ দেশটিতে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে, সে বিষয়ে তিনি কিছুই জানাননি। খবর আলজাজিরার।

শুক্রবার (২৮ জুলাই) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেয়া এক ভাষণে জেনারেল তাচিয়ানি বলেন, নিরাপত্তা, অর্থনৈতিক সংকট, দুর্নীতিসহ নানা কারণে দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেই এমন পদক্ষেপ।

এর আগে, বুধবার (২৬ জুলাই) এক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে পদচ্যুত ও বন্দী করেন তাচিয়ানি ও তার বাহিনী। সীমান্ত বন্ধ করে নাইজার জুড়ে জারি হয় কারফিউ।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকেই প্রেসিডেনশিয়াল গার্ড প্রধানের দায়িত্বে ছিলেন সাবেক প্রেসিডেন্ট মাহমাদু ইসোফোর ঘনিষ্ঠ চিয়ানি জেনারেল তাচিয়ানি। এর আগে, নিজেকে নাইজারের নেতা হিসেবেও ঘোষণা করেন সাম্প্রতিক অভ্যুত্থানের পরপরই দেশটির রাজনীতির মঞ্চে আবির্ভূত হওয়া জেনারেল তাচিয়ানি।

/এসএইচ

Exit mobile version