Site icon Jamuna Television

অবশেষে ক্ষমা চাইলো মিয়ানমার সেনাবাহিনী

রোহিঙ্গা সংক্রান্ত মিথ্যা ছবি ও তথ্য ছাপানোর জন্য অবশেষে ক্ষমা চাইলো মিয়ানমারের সেনাবাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, দেশটির সামরিক বাহিনীর জন্য এটা খুবই বিরল ঘটনা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার মিয়ানমার সেনা মুখপাত্র ‘মিয়ানমার পলিটিকস অ্যান্ড দ্যা তাতমাদাও: পার্ট ওয়ান’ শিরোনামের বইটিতে প্রকাশিত তথ্য-ছবির জন্য ক্ষমা চান।

বিবৃতিতে বলা হয়, ভুলবশত বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রুয়ান্ডা-তানজানিয়ার সংঘাতের ছবি ছাপানোর জন্য পাঠক এবং আলোকচিত্রীদের কাছে সেনাবাহিনী আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

জুলাই মাসে প্রকাশিত বইয়ে রোহিঙ্গাদের তৈরি করা সহিংসতা বোঝাতে মুক্তিযুদ্ধের সময় বুড়িগঙ্গায় মরদেহ টেনে তোলার সাড়া জাগানো একটি ছবি ব্যবহার করা হয়।

এছাড়া, মিয়ানমারে অবৈধভাবে রোহিঙ্গাদের প্রবেশ বোঝাতে গত বছর থাইল্যান্ডে বাংলাদেশি শরণার্থী বোঝাই একটি জাহাজের ছবি প্রকাশ করা হয়। একইসাথে ছিলো তানজানিয়া ও রুয়াণ্ডা সংঘাত থেকে জনগণের পালানোর ছবিও।

Exit mobile version