Site icon Jamuna Television

ঢাকায় এবি পার্টির ‘না’ মিছিল

সরকার পতনে বিএনপির চলমান এক দফা আন্দোলনের প্রতি সংহতি এবং নিজেদের দুই দফা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে ‘না’ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শনিবার (২৯ জুলাই) বেলা ১১টায় দলের প্রধান কার্যালয় থেকে মিছিল শুরু করে এবি পার্টি। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয়-৭১ চত্ত্বরে এসে পথসভায় শেষ হয় তাদের এই কর্মসূচি।

সরকারকে অবৈধ ও ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাদের সকল কর্মকাণ্ডকে ‘না’ বলার আহ্বান জানান এবি পার্টির নেতারা। এ সময় রাজধানীজুড়ে বিরোধীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলার অভিযোগ করে নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি।

/এমএন

Exit mobile version