Site icon Jamuna Television

অবস্থান কর্মসূচি: ২০ পুলিশ আহত, গ্রেফতার ৯০

রাজধানীর সকল প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিতে কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের ২০ সদস্য আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন। আরও জানালেন, অবস্থান কর্মসূচি থেকে বিএনপির ৯০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ফারুক হোসেন বলেছেন, বিএনপিকে ঢাকায় অবস্থান কর্মসূচির অনুমতি দেয়া হয়নি। তাদের এই অবস্থান কর্মসূচি বেআইনি। পুলিশের ওপর আক্রমণ ঠেকাতে ও গাড়িতে অগ্নিসংযোগ থেকে নিবারণের জন্য তাদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করা হয়। বিএনপির নেতাকর্মীরা পুলিশের ১০ গাড়ি ও ২০ পাবলিক পরিবহন ভাঙচুর করেছে। যারা এসব কর্মকাণ্ড ঘটিয়েছেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হবে।

/এমএন

Exit mobile version