Site icon Jamuna Television

বিএনপিসহ বিরোধীদের কর্মসূচিতে হামলায় সিপিবির নিন্দা

রাজধানীর সকল প্রবেশমুখে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার (২৯ জুলাই) বিকেলে এক বিবৃতিতে নিন্দা জানান সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বিবৃতিতে বলা হয়, সরকারের এ আচরণ নতুন করে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করবে। যা দেশের ও দেশের মানুষের জন্য মোটেও সুখকর হবে না। বরং নানা ধরনের শক্তির অপতৎপরতার সুযোগ তৈরি করবে।

অবস্থান কর্মসূচিতে গ্রেফতার হওয়া নেতাদের মুক্তি দাবি করে সিপিবি নেতারা বলেন, বিরোধী দল প্রয়োজনে সরকারের নীতিবিরোধী কর্মসূচি পালন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের নামধারীদের হামলা-বাধা দেয়া সরকারের ফ্যাসিবাদী রূপের বহিঃপ্রকাশ।

বিবৃতিতে বলা হয়, দলীয় সরকারের অধীনে নয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এখন জনগণের প্রাণের দাবি। সেই দাবিকে আমলে না নিয়ে সরকার হামলা-মামলা করে আন্দোলন দমনের ন্যাক্কারজনক পথ বেছে নিয়েছে।

অবিলম্বে সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান সিপিবি।

/এমএন

Exit mobile version